ঢাকা: সম্প্রতি দেশব্যাপী হরতাল-অবরোধের নামে সহিংসতার মাত্রা বৃদ্ধি পেয়েছে। রাজনৈতিক কর্মসূচির নামে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা, মানুষকে অগ্নিদগ্ধ করা ও সহিংসতা দমনের নামে নানা অমানবিক পন্থা অবলম্বনের ফলে দুর্বিষহ হয়ে উঠেছে দেশের সাধারণ মানুষের জীবন।
এর প্রতিবাদে শনিবার (২৪ জানুয়ারি) দেশব্যাপী প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে ছাত্র-যুব-পেশাজীবী-শিল্পী-কর্মী-ক্ষেতমজুর-কৃষক-চিকিৎসক-প্রকৌশলীসহ বিভিন্ন প্রগতিশীল গণসংগঠন। রাজধানীতে গণসংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৩টায় শাহবাগ মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হবে।
এরআগে, কর্মসূচির আয়োজন ও তা সফল করার জন্য গত ২০ জানুয়ারি বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে গণসংগঠনগুলোর এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। এতে উদীচী ছাড়াও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন, ট্রেড ইউনিয়ন কেন্দ্র, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, কেন্দ্রীয় খেলাঘর আসর, প্রগতি লেখক সংঘ, কৃষিবিদ ইউনিয়ন, ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট, বাংলাদেশ কৃষক সমিতি, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি, রণেশ দাশগুপ্ত চলচ্চিত্র সংসদ, ইঞ্জিনিয়ার অ্যান্ড আর্কিটেক্ট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, বিপ্লবীদের কথা প্রভৃতি গণসংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, শনিবার (২৪ জানুয়ারি) দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি পালন করার পাশাপাশি সহিংসতা বন্ধ না হওয়া পর্যন্ত সমাজের সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে ধারাবাহিক কর্মসূচি আয়োজন করা হবে।
বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫