ভোলা: ভোলার চরফ্যাশনের তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে অবৈধ জালসহ ২ মণ জাটকা আটক করেছে মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের সমন্বয়ে একটি টিম।
শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত কোস্টগার্ড এ অভিযান চালায়।
চরফ্যাশন উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, জাটকা সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোকলেসুর রহমানের নেতৃত্বে একটি টিম তেঁতুলিয়ার ভাড়ানীর খাল এলাকায় অভিযানে চালায়।
এ সময় তেঁতুলিয়ার বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধ জাল ও জাটকা জব্দ করা হয়। জালগুলো আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়। অন্যদিকে মাছ স্থানীয় অসহায় দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।
গত ১ নভেম্বর থেকে শুরু হওয়া এ অভিযান চলবে ৩১ জুন পর্যন্ত। এ সময় জাটকা ধরা, পরিবহন, বিক্রি, মজুদ ও বাজারজাত করা নিষিদ্ধ।
বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫