লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে ভ্রাম্যমাণ আদালত ২৪ জুয়াড়ির জরিমানা আদায় করেছেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে তাদের জরিমানা করা হয়।
কমলনগর উপজেলা পরিষদ কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল আওয়াল জুয়াড়িদের কাছ থেকে বিভিন্ন অংকের জরিমানা আদায় করেন।
এর আগে বৃহস্পতিবার রাতে জুয়া খেলার সময় হাজিরহাট বাজার থেকে তাদের আটক করা হয়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫