ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

জনগণই খালেদার বিরুদ্ধে অবরোধ করবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫
জনগণই খালেদার বিরুদ্ধে অবরোধ করবে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অবরোধ ডেকে যেভাবে মানুষ পুড়িয়ে হত্যা করছেন তাতে তার বিরুদ্ধে জনগণই উল্টো অবরোধ করবে বলে মন্তব্য নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের। তিনি বলেছেন, জনগণ এমন অবরোধ ডাকবে, যে খালেদা জিয়া ঘর থেকে বের হতে পারবেন না।



শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ আয়োজিত জ্বালাও-পোড়াও করে নিরীহ মানুষ হত্যার প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ-সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাজাহান খান বলেন, খালেদা বলেছিলেন- ক্ষমতায় গেলে তিনি নাকি দেশের পরিবর্তন করবেন। কিন্তু তিনি ক্ষমতায় যেতে না পেরে, পেট্রোল বোমা মেরে মানুষের চেহারা পাল্টে দিচ্ছেন।

এ সময় বিএনপি চেয়ারপারসনের প্রতি প্রশ্ন করে মন্ত্রী বলেন, যারা বার্ন ইউনিটে মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে, তাদের কান্না কী আপনি শুনতে পাচ্ছেন? নিহতের পরিবারের আর্তনাদ কী আপনি শুনতে পাচ্ছেন? অবরোধ ডেকে যে শিক্ষার্থীদের পোড়ালেন তাদের আপনি কী জবাব দেবেন? যে শ্রমিকদের পোড়াচ্ছেন তাদেরই বা কী জবাব দেবেন? যাদের রুটি-রুজিতে আপনি লাথি মারছেন আছে কোনো জবাব তাদের জন্য?

নারীনেতৃ ও সংসদ সদস্য শিরিন আক্তার বলেন, সারাদেশে কোথাও অবরোধ পালন হচ্ছে না। তাই বিএনপি সন্ত্রাসী ভাড়া করে গুপ্ত হামলা করে দেশকে অশান্তিতে পরিণত করেছে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা সংসদের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, সাবেক চেয়ারম্যান কবীর আহমেদ, গার্মেন্টস শ্রমিক সমম্বয় পরিষদের সদস্য সচিব বদ্রোজোদা লিমন, গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নেতা সিরাজুল ইসলাম, সিদ্দিকুর রহমান, লীনা ফেরদুস, আবুল কালাম আজাদ, আন্তঃজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি তাজুল ইসলাম, পরিবহননেতা ইসমাইল হোসেন, মুখলেসুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।