ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ঝিকরগাছায় আ.লীগ কর্মীর লাশ উদ্ধার, আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫
ঝিকরগাছায় আ.লীগ কর্মীর লাশ উদ্ধার, আটক ১ ছবি: প্রতীকী

যশোর: যশোরের ঝিকরগাছায় হুমায়ুন কবীর (৪০) নামে আওয়ামী লীগের এক কর্মীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলার তালশারি এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়।



তিনি ঝিকরগাছা উপজেলার কুন্দিপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে ও আ.লীগের সক্রিয় কর্মী। এ ঘটনায় জড়িত সন্দেহে একই গ্রামের আলমের ছেলে বাবলুকে আটক করেছে পুলিশ।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ বাংলানিউজকে জানান, ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জের এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাবলু নামে একজনকে আটক করা হয়েছে।

শুক্রবার দুপুরে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

নিহতের পরিবার ও এলাকাবাসী জানান, হুমায়ুন কবীরের সঙ্গে একই গ্রামের বাবলু’র বিবাদ চলে আসছিল। এর আগেও বাবলু’র লোকজন কবীরের ওপর হামলা চালিয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৮টার দিকে স্থানীয় পাঁচপোতা বাজারে যান হুমায়ুন কবীর। রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন রাত ১২টা থেকে তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে। পরে শুক্রবার সকালে পুলিশ লাশ উদ্ধার করলে হুমায়ুন কবীরের পরিবার লাশ সনাক্ত করে।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।