ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় মায়ানমারের নেত্রীকে সংবর্ধনা

আশুলিয়া থেকে সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫
আশুলিয়ায় মায়ানমারের নেত্রীকে সংবর্ধনা

আশুলিয়া (ঢাকা): মায়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী ম্রা রাজা লিনকে মানবতা, মানবাধিকার ও শান্তির জন্য সংবর্ধনা দিয়েছে সাভারের আশুলিয়া বৌদ্ধ বিহার।

শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে আশুলিয়া টঙ্গাবাড়ীর বৌদ্ধ বিহারে বিহার-প্রতিষ্ঠাতা পরিচালক আসিন জিন রক্ষিত থেরোর এ সংবর্ধনা দেন।



মানবতা, মানবাধিকার ও শান্তির জন্য সংবর্ধনা দেওয়ায় বৌদ্ধ বিহারের সব কর্মকর্তাদের ধন্যবাদ জানান লিন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।

এ ছাড়া সংবর্ধনা অনুষ্ঠানে কয়েকশ বৌদ্ধ সম্প্রদায়ের মানুষজন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।