নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলার ছমিরমুন্সিরহাট ও সেবারহাট বাজারে ১৪টি সিএনজি চালিত অটোরিকশা ও পাঁচটি ট্রাকসহ ১৯টি গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েক দফায় এ ভাঙচুরের ঘটনা ঘটে।
পরে, পুলিশ সেবারহাট বাজার থেকে শিবির নেতা এনামুল হক, কর্মী এয়াছিন ও রিয়াদকে আটক করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ২০দলের ডাকা অবরোধ চলাকালে শুক্রবার দুপুর থেকে জেলার সেনবাগ উপজেলার নোয়াখালী-ফেনী মহাসড়কে যানবাহন চলাচল ক্রমান্বয়ে বাড়তে থাকে।
বিকেলে উপজেলার সেবারহাট বাজারে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে অর্তকিতে হামলা চালিয়ে আটটি অটোরিকশা ও তিনটি ট্রাক ভাঙচুর করে দুর্বৃত্তরা।
এদিকে, সন্ধ্যায় উপজেলার ছমিরমুন্সিরহাট বাজারে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে হামলা চালিয়ে ছয়টি অটোরিকশা ও তিনটি ট্রাক ভাঙচুর করে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, নাশকতার অভিযোগে ঘটনাস্থল থেকে পুলিশ শিবিরের তিনজনকে আটক করেছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫