কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় দু’গ্রুপের সংঘর্ষে চারজন গুলিবিদ্ধসহ ৮ জন আহত হয়েছেন। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এর মধ্যে গুলিবিদ্ধ একজনকে উদ্ধার করে উখিয়া হাসপাতালে এমএফএফ হাসাপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের নামপরিচয় জানা যায়নি।
কক্সবাজার জেলা অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, চিংড়ির চাষের মালিকানা নিয়ে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫