ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

আব্দুল্লাহপুরে ৪৭৬বোতল বিয়ারসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫
আব্দুল্লাহপুরে ৪৭৬বোতল বিয়ারসহ আটক ১ ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর উত্তরা পশ্চিম থানার আব্দুল্লাহপুর থেকে ৪৭৬ বোতল বিদেশি বিয়ারসহ এক ব্যক্তিকে আটক করেছে ট্রাফিক পুলিশ।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে ঢাকা-ময়মনসিংহ সড়কের আব্দুল্লাহপুর সড়কে চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।



আটক ব্যক্তি হলেন- রানা আহম্মেদ ওরফে আকতার (২৫)। তার বাড়ি গাজীপুরে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার (উত্তর) ‍আবু ইউসুফ বাংলানিউজিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চেকপোস্টে তল্লাশি চালিয়ে আকতারকে আটক করা হয়। এ সময় একটি প্রাইভেট কার থেকে ৪৭৬ বোতল বিদেশি বিয়ার জব্দ করা হয়।

এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান এসি আবু ইউসুফ।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।