ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

না.গঞ্জে পাউরুটি প্যাকেটে গান পাউডার, গ্রেপ্তার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫
না.গঞ্জে পাউরুটি প্যাকেটে গান পাউডার, গ্রেপ্তার ২ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকায় দুই যুবককে গান পাউডারসহ গ্রেপ্তার করেছে পুলিশ। ওই দুই যুবক পাউরুটির প্যাকেটে রুটির ভেতরে অভিনব কায়দায় গান পাউডার বহন করছিলেন।



শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়।

নাশকতার জন্যই এসব গান পাউডার আনা হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে বলে দাবি করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, আবু সাঈদ (৩০) ও হাইউন মিয়া (২৮)।

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই মাজহার হোসেন বাংলানিউজকে জানান, গ্রেপ্তারকৃত দুই যুবক একটি বাসে করে ঢাকা থেকে নারায়ণগঞ্জে আসেন। শহরের চাষাঢ়া এলাকায় বাস থেকে নামার পরই ওই দুইজনকে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় পাউরুটির প্যাকেটে রুটির মধ্যে লুকিয়ে রাখা গান পাউডার উদ্ধার করে পুলিশ সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।