ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পটুয়াখালীতে বেসরকারি নার্সিং সেন্টার উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫
পটুয়াখালীতে বেসরকারি নার্সিং সেন্টার উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পটুয়াখালী: পটুয়াখালীতে গাজী মুনিবুর রহমান নার্সিং ইনস্টিটিউট নামের একটি প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ১০টায় শহরের টাউন কালিকাপুর এলাকায় প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি এ কে এম জহিরুল হক।



প্রতিষ্ঠানের চেয়ারম্যান গাজী মুনিবুর রহমান বাচ্চুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএসএসইউ) অধ্যাপক ডা. এটিএম মোশারেফ হোসেন, পটুয়াখালীর পুলিশ সুপার সৈয়দ মোসফিকুর রহমান।

এ সময় স্থানীয় সুধী, সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বেসরকারি উদ্যোগে বরিশাল বিভাগের মধ্যে এটিই প্রথম নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট। এ পর্যন্ত প্রথম ব্যাচে এ প্রতিষ্ঠানে ২৫ শিক্ষার্থী ভর্তি হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।