ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে যাত্রীবাহী বাসে আগুন, দগ্ধ ১৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫
যাত্রাবাড়ীতে যাত্রীবাহী বাসে আগুন, দগ্ধ ১৪ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী কাঠেরপুল এলাকায় গ্লোরি পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৪-৪৮৮৬) যাত্রীবাহী একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাসের কমপক্ষে ১৪ জন যাত্রী দগ্ধ হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।



শুক্রবার (২৩ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কট্রোল রুমের ডিউটি অফিসার ফরহাদ হোসেন বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ২টি ইউনিট গেছে। আগুন নেভাতে তারা কাজ করছে।

ঘটনাস্থলে থাকা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় দগ্ধ হয়েছেন কমপক্ষে ১৪ জন যাত্রী। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫, আপডেট ২১৫৬

** আজিমপুরে যাত্রীবেশে বাসে আগুন
** ৯ যাত্রী দগ্ধ, ২ শিবিরকর্মীকে গণধোলাই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।