মুন্সীগঞ্জ: ঢাকা-মাওয়া মহাসড়কে কুচিয়ামোড়া এলাকায় ইটপাটকেল নিক্ষেপ করে ২টি বাস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কুচিয়ামোড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় চলন্ত বাস লক্ষ্য করে দুর্বৃত্তরা ইটপাটকেল ছুঁড়লে অন্তত ৩ যাত্রী গুরুতর আহত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
তবে ইটপাটকেল নিক্ষেপ করে যাত্রীবাহী বাস ভাঙচুর করার বিষয়টি সঠিক নয় বলে দাবি করেছেন সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান।
তিনি জানান, ঢাকা-মাওয়া মহাসড়কে সব যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করছে পুলিশের একাধিক টিম।
স্থানীয় সূত্র জানায়, অবরোধ সমর্থনকারীরা দূর থেকে ইটপাটকেল নিক্ষেপ করে ২ থেকে ৩টি যাত্রীবাহী বাসের জানালার কাচঁ ভেঙে দৌড়ে পালিয়ে গেছে। ঘটনাস্থলে পুলিশের টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫