বগুড়া: বগুড়া জেলা সদরের চারমাথা এলাকায় একটি ট্রাকে আগুন দিয়েছে অবরোধকারীরা। এ সময় ট্রাকচালক ও হেলপার অগ্নিদগ্ধ হয়েছেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, ট্রাকচালক বগুড়ার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের ভালতা গ্রামের দবির উদ্দিনের ছেলে মাসুদ (৩৫) এবং একই উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের সাইদ আলীর ছেলে জাহাঙ্গীর (৩০)। আহত দুজন সম্পর্কে শ্যালক ও ভগ্নিপতি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত সোয়া ৮টার দিকে বগুড়ার গাবতলী উপজেলা থেকে নিজ বাড়ি কাহালু উপজেলার দিকে খালি ট্রাক নিয়ে ফিরছিলেন তারা। পথে চারমাথা এলাকায় পৌঁছালে দুর্বত্তরা ট্রাকটিতে আগুন দেয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বাংলানিউজকে ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় অগ্নিদগ্ধ দুজনই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫