সাভার: সাভারে একটি যাত্রীবাহি বাসে আগুন দিয়েছে অবরোধকারীরা।
শুক্রবার (২৩ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল মধুমতি টাইলস কারখানার সামনে বাসটিতে আগুন দেয় তারা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত সোয়া আটটার দিকে মধুমতি টাইলস কারখানার সামনে বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায় নাশকতাকারীরা।
এ সময় গাড়ি থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে কয়েকজন নারী যাত্রী আহত হন। খবর পেয়ে সাভার ফায়ার ব্রিগেডের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বাসটির আগুন নেভায়।
সাভার ফায়ার ব্রিগেড এ খবর বাংলানিউজকে নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫