সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম গৌতম সাহা (৩৫)।
শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে শহরের মুজিব সড়কের জয়া জুয়েলার্সের ভেতর থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, গৌতম সাহা প্রায় ১৫ বছর ধরে সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কের শ্রী নারায়ণ চন্দ্র কর্মকারের মালিকানাধীন জয়া জুয়েলার্সে কর্মচারী হিসেবে কাজ করছিলেন।
শুক্রবার দুপুর পর্যন্ত দোকান খোলা রেখে দোকান মালিক বাড়ি চলে যায়। রাতে জুয়েলারি দোকান মালিক দোকান খুলে ভেতরে প্রবেশ করে তার ঝুলন্ত লাশ দেখতে পান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর থানায় নিয়ে যান।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) বাসুদেব সিনহা বাংলানিউজকে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
বাংলাদেশ সময় : ০৪৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫