নারায়ণগঞ্জ : দেশে নৈরাজ্য, সহিংসতা, গাড়িতে আগুন দেওয়া বন্ধ করার আহ্বান জানিয়েছেন খেলাঘর আসরের কেন্দ্রীয় কমিটির চেয়ারপার্সন প্রফেসর মাহফুজা খানম। তিনি বলেন, খেলাঘর আসর একটি সাংস্কৃতিক সংগঠন।
শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ খেলাঘর আসরের চতুর্থ জেলা সম্মেলন উপলক্ষ্যে দুই দিনব্যাপী কর্মসূচির প্রথম দিনে শিশু কিশোরদের পুরস্কার বিতরণী ও আলোচনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে পায়রা উড়িয়ে দুই দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন তিনি। পরে শহীদ মিনার থেকে র্যালি বের করে নারায়ণগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়।
নারায়ণগঞ্জ জেলা খেলাঘর আসরের সভাপতি রথিন চক্রবর্তীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড. শফিউদ্দিন আহমেদ, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি প্রদীপ ঘোষ বাবু, সংগঠনের সাধারণ সম্পাদক ফারুক মহসিন, সম্পাদকমণ্ডলীর সদস্য শিশির চক্রবর্তী প্রমুখ।
বাংলাদেশ সময় : ০৫৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫