ঢাকা: দেশব্যাপী পেট্রোল বোমা ও আগুন দিয়ে মানুষ পোড়ানোর প্রতিবাদে মানববন্ধন-মৌনমিছিল করেছেন সাংস্কৃতিক কর্মী ও পেশাজীবীরা।
শনিবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করেন তারা।
মানববন্ধন শেষে সেখান থেকে একটি মৌন মিছিল বের করা হয়। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের নিজস্ব পরিচিতি তুলে ধরে ব্যানার-ফেস্টুন নিয়ে কর্মসূচিতে উপস্থিত হন।
ফেস্টুনগুলোতে দেখা যায়, ‘পুড়ছে মানুষ জ্বলছে দেশ, জাগুক বিবেক কাঁদছে দেশ’, ‘আমার স্বজন কেনো পুড়ে কয়লা হবে’ ইত্যাদি স্লোগান।
কর্মসূচিতে বিশিষ্ট সাংবাদিক আবেদ খান, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, অভিনয় শিল্পী ড. ইনামুল হক, হাসান মাসুদ, চিত্রনায়িকা নিপুণ, ক্রিকেটার আকরাম খান, নাইমুর রহমান দুর্জয়, খালেদ মাহমুদ সুজন, নাট্যকার সৈয়দ হাসান ইমাম, সাবেরী আলম, প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫, আপডেট: ১১৫৩ ঘণ্টা