ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

উজিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫
উজিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩

বরিশাল: বরিশালের উজিরপুর উপজেলার জয়শ্রী এলাকায় গ্যাস সিলিন্ডার (বেলুনের) বিস্ফোরণে তিন ব্যবসায়ী দগ্ধ হয়েছেন।

শনিবার (২৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।



দগ্ধ ব্যবসায়ীরা হলেন-আবুল হাশেম (৫০), আবু সাইদ (২২) ও রিমন হাওলাদার (২০)। তাদের সবার বাড়ি যশোর জেলায়। আহতদের বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে ভর্তি করা হয়েছে।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, সকালে ওই তিনজন বরিশালে গ্যাস বেলুনের ব্যবসা করেন। সকালে তারা জয়শ্রী এলাকায় দাঁড়িয়ে বেলুনে গ্যাস ভরছিলেন। এসময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে তারা দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।