বরিশাল: বরিশালের উজিরপুর উপজেলার জয়শ্রী এলাকায় গ্যাস সিলিন্ডার (বেলুনের) বিস্ফোরণে তিন ব্যবসায়ী দগ্ধ হয়েছেন।
শনিবার (২৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধ ব্যবসায়ীরা হলেন-আবুল হাশেম (৫০), আবু সাইদ (২২) ও রিমন হাওলাদার (২০)। তাদের সবার বাড়ি যশোর জেলায়। আহতদের বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে ভর্তি করা হয়েছে।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, সকালে ওই তিনজন বরিশালে গ্যাস বেলুনের ব্যবসা করেন। সকালে তারা জয়শ্রী এলাকায় দাঁড়িয়ে বেলুনে গ্যাস ভরছিলেন। এসময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে তারা দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫