সাভার(ঢাকা): সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সার্কভুক্ত ৮ টি দেশের পাবলিক/সিভিল সার্ভিস কমিশন(পিএসসি/সিএসসি) প্রধানরা।
শনিবার(২৪ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ইকরাম আহমেদের নেতৃত্বে ভারত, নেপাল, ভুটান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও পাকিস্তানের পিএসসি ও সিএসসির চেয়ারপার্সনরা জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান এবং স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি সম্মান জানিয়ে পুস্পস্তবক অর্পণ করেন।
পরে তারা স্মৃতিসৌধের বিভিন্ন স্থান ঘুরে দেখেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় স্মৃতিসৌধের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান, উপজেলা নিবার্হী কর্মকর্তা কামরুল হাসান মোল্ল্যাসহ উধ্বর্তন কর্মকর্তারা।
গত বৃহস্পতিবার(২২ জানুয়ারি’২০১৫) ঢাকায় সার্কভুক্ত দেশগুলোর পিএসসি-সিএসসি প্রধানদের সম্মেলনের উদ্বোধন করেন রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ।
বাংলাদেশ কর্ম কমিশনের চেয়ারম্যান ইকরাম আহমেদের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। এছাড়াও উপস্থিত ছিলেন সার্কভুক্ত দেশগুলোর পিএসসি-সিএসসি প্রধানগণ এবং বিশিষ্ট ব্যক্তিরা।
বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫