ঢাকা: দেশব্যাপী সহিংসতার বিপক্ষে জোরালো প্রতিবাদ জানিয়েছেন সংস্কৃতি, নাট্য, চলচ্চিত্র, ক্রীড়াঙ্গনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
শনিবার (২৪ জানুয়ারি) মানববন্ধন ও মৌনমিছিলে পেট্রোল বোমা আর আগুনে পুড়িয়ে মানুষ মারার ঘটনায় এই প্রতিবাদ জানান তারা।
সকাল সাড়ে ১০টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে জমায়েত হন শিল্পী, নাট্যকর্মী, ব্যবসায়ী, পেশাজীবীসহ বিভিন্ন ধর্ম-বর্ণের মানুষ।
এ সময় তারা সহিংসতার বিপক্ষে স্লোগান সম্বলিত বিভিন্ন ব্যানার-ফেস্টুন প্রদর্শন করেন।
মানববন্ধন শেষে প্রেসক্লাবের সামনে থেকে সাংস্কৃতিক কর্মী অ্যাডভোকেট তারানা হালিমের নেতৃত্বে একটি মৌনমিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
এসময় বিশিষ্ট সাংবাদিক আবেদ খান, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, অভিনয় শিল্পী ড. ইনামুল হক, এটিএম সামসুজ্জামান, জাহিদ হাসান, হাসান মাসুদ, চিত্রনায়িকা নিপুণ, ক্রিকেটার নাইমুর রহমান দুর্জয়, নাট্যকার সৈয়দ হাসান ইমাম, সাবেরী আলম, প্রমুখ উপস্থিত ছিলেন।
সাংবাদিক আবেদ খান বলেন, মানবতার জন্য আমাদের যখন পথে নামতে হয় তখন বুঝতে হবে বেঁচে থাকার জন্য আমরা এক হয়েছি। নাশকতা ও ধ্বংসের বিরুদ্ধে আমাদের অবস্থান পরিষ্কার করেছি।
নাশকতা সৃষ্টিকারীদের কঠোরভাবে তমন করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
মৌনমিছিলের অগ্রভাগে ছিলেন পেট্রোল বোমায় আহত কয়েকজনের স্বজন।
তাদের হাতের ফেস্টুনে লেখা ছিল-‘পুড়ছে মানুষ জ্বলছে দেশ, জাগুক বিবেক কাঁদছে দেশ’, ‘আমার স্বজন কেনো পুড়ে কয়লা হবে’ ইত্যাদি স্লোগান।
** পুড়ছে মানুষ জ্বলছে দেশ, জাগুক বিবেক কাঁদছে দেশ (আপডেটেড)
বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫