বরগুনা: দেশে চলমান রাজনৈতিক অস্থিরতা, সহিংসতা ও নৈরাজ্যর প্রতিবাদে বরগুনায় সাদা পতাকা নিয়ে র্যালি ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে বরগুনা প্রেসক্লাবের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলানায়তন থেকে একটি র্যালি বের করা হয়।
র্যালিটি শহর প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাসানুর রহমান ঝন্টু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি অ্যাডভোকেট মো. শাহজাহান, শিক্ষক
সমিতির সাধারণ সম্পাদক তপন কুমার মিস্ত্রী, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সাহাবুদ্দিন সাবু, নারী নেত্রী ইসরাত জাহান মোনালিসা, উন্নয়ন সংগঠক সামসুদ্দিন শানু ও সাংবাদিক মনির হোসেন কামাল প্রমুখ।
বক্তারা অবিলম্বে পেট্রোল বোমা মেরে আগুনে পুড়ে নিরীহ মানুষের হত্যার রাজনীতি পরিহার ও সহিংস রাজনীতির পথ পরিহার করে শান্তিপূর্ণ অবস্থানের উদ্যোগ গ্রহণে জাতীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
বরগুনার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসমূহসহ বিভিন্ন পেশাজীবী ও সাধারণ মানুষ এ কর্মসূচিতে অংশ নেয়।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫