ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোলে যৌথ সীমানা জরিপ বৈঠক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫
বেনাপোলে যৌথ সীমানা জরিপ বৈঠক ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্তে ভারত-বাংলাদেশ ভ‍ূমি, জরিপ ও রেকর্ড বিভাগের ডিজি পর্যায়ে আন্তর্জাতিক সীমানা জরিপ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
 
শনিবার (২৪ জানুয়ারি) দুপুর ১টায় বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্প অডিটরিয়ামে এই বৈঠক শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয়।



বেনাপোল চেকপোস্টের বিপরীতে ভারতের পেট্রাপোল বন্দরের প্রাচীরের সীমানা নির্ধারণ স্থান পরিদর্শন করে দুই দেশের প্রতিনিধি দল। পরে বৈঠকে সীমানা পিলার পর্যবেক্ষণ ও আন্তর্জাতিক সীমানা আইন মেনে চলা বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষে অংশগ্রহণ করেন ভূমি, রেকর্ড ও জরিপ বিভাগের মহাপরিচালক আব্দুল জলিলসহ ৪ সদস্যের প্রতিনিধিদল।

ভারতের পক্ষে ছিলেন ভূমি, রেকর্ড ও জরিপ বিভাগের পরিচালক নিরাঞ্জন বিমুয়ালসহ ৪ সদস্যের প্রতিনিধিদল।

এছাড়া বৈঠকে আলোচনায় আরো অংশ নেয় বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সরকারি চার্জ অফিসার ও জরিপকারীরা।

এ সময় উপস্থিত ছিলেন, যশোরের সহকারী পুলিশ সুপার রেশমা সারমিন, স্থলবন্দরের সরকারি পরিচালক মনির হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম শরিফুল আলম, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান, বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি মনিরুজ্জামান প্রমুখ।

যশোর ২৬ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর আলম বৈঠকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।