ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে অস্ত্র-মদসহ আটক ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫
গাজীপুরে অস্ত্র-মদসহ আটক ৪

গাজীপুর: জেলা সদর ও শ্রীপুর উপজেলা থেকে অস্ত্র, ইয়াবা ও চোলাই মদসহ চারজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর গাজীপুর সার্কেল।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে গাজীপুর সদর উপজেলার হাতিয়াব এলাকার বনগ্রাম ও শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রাম থেকে তাদের আটক করা হয়।



মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর গাজীপুর সার্কেলের পরিদর্শক মো. ফরহাদ হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

অধিদফতর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি বিদেশি পিস্তলসহ শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামের আব্বাস আলীর ছেলে মো. নজরুল ইসলাম (২২), একশ’ পিস ইয়াবাসহ কাপাসিয়া উপজেলার বাইদকোপা গ্রামের সাহাবুদ্দিনের ছেলে মো. জাহাঙ্গীর আলম (২৫), তিনশ’ লিটার চোলাই মদ ও চার হাজার লিটার জাওয়াসহ (মদ তৈরির উপকরণ) গাজীপুর সদর উপজেলার হাতিয়াব এলাকার বনগ্রামের অনিতা বর্মন (৪০) ও রূপালী বর্মনকে (৩৫) আটক করা হয়।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান ফরহাদ।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।