ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

গোয়ালন্দে মাইক্রোবাসে ছিনতাই, আহত ২

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫
গোয়ালন্দে মাইক্রোবাসে ছিনতাই, আহত ২

গোয়ালন্দ (রাজবাড়ী): রাজবাড়ীর গোয়ালন্দে মাইক্রোবাস থামিয়ে যাত্রীদের কাছ থেকে লক্ষাধিক টাকা ও ১৪টি মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারীদের হামলায় মাইক্রোবাসের একযাত্রী গুলিবিদ্ধসহ ২জন আহত হন।

 
 
শনিবার (২৪ জানুয়ারি) ভোরে উপজেলার দৌলতদিয়া মডেল হাইস্কুল এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে।
 
আহতরা হলেন- ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চিতার বাজার এলাকার সায়েম মোল্লার ছেলে বিল্লাল মোল্লা ও একই এলাকার তাপস বিশ্বাস। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
ক্ষতিগ্রস্ত মাইক্রোবাস যাত্রী পাপুয়া নিউগিনি প্রবাসী আ. কাইয়ুম মোল্লা জানান, একই এলাকার তারা ১৪ জন বিদেশগামী শনিবার ভোরে বোয়ালমারী থেকে ভিসা সংক্রান্ত কাজে ঢাকার উদ্দেশে রওনা দেন। ভোর ৫টার দিকে তাদের বহনকারী মাইক্রোবাসটি দৌলতদিয়া মডেল হাইস্কুল সংলগ্ন এলাকায় পৌঁছালে ছিনতাইকারী চক্রটি থামতে সংকেত দেয়।

এতে চালক গাড়িটি থাম‍ালে দুইদিক থেকে ঘিরে ধরে ১২/১৫ জন ছিনতাইকারী। এ সময় অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে তাদের কাছে থাকা লক্ষাধিক টাকা ও ১৪টি মোবাইল ফোন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। তাদের  ছোড়া গুলিতে একজন আহত ও ধারালো অস্ত্রের আঘাতে অ‍ারেক যাত্রী আহত হয়।
 
পরে, তারা ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে খানখানাপুর পুলিশ তদন্তকেন্দ্রে অভিযোগ করতে গেলে সেখানে থেকে তাদের থানায় অভিযোগ করতে বলা হয়। এ অবস্থায় তারা আর থানায় না গিয়ে আহতদের চিকিৎসার জন্য ফরিদপুরে ফিরে যান।
 
গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাসির উল্যাহ বাংলানিউজকে বলেন, এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি। অন্য কোন মাধ্যমেও কিছু জানা যায়নি।  
 
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।