ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কোনাবাড়ীতে এখনও জ্বলছে সিনথেটিকের গুদাম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫
কোনাবাড়ীতে এখনও জ্বলছে সিনথেটিকের গুদাম ছবি: জিএম মুজিবুর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কোনাবাড়ী, গাজীপুর থেকে: গাজীপুরের কোনাবাড়ীতে সুতা তৈরির কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এলেও এখনও একটি গুদামে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে।



শনিবার (২৪ জানুয়ারি) সকাল সাতটার দিকে গাজীপুর বিসিক শিল্প এলাকায় কাদের সিনথেটিক অ্যান্ড কম্পোজিট স্পিনিং মিলের একটি ইউনিট ‘স্পিনিং ইউনিট’ থেকে আগুনের সূত্রপাত হয়। শ্রমিকরা কাজ করতে গিয়ে আগুন লাগার পর ফিরে আসেন। প্রায় ২০ বিঘা আয়তনের ওই কারখানায় আগুন লেগে অধিকাংশ জিনিসপত্র পুড়ে গেছে।

বিকাল চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও সিনথেটিকের একটি গুদাম থেকে ধোয়ার কুণ্ডলি ও আগুনের শিখা বের হতে দেখা যাচ্ছে।  

কারখানার কর্মচারীরা জানান, কাদের কমপ্যাক্টের তিনতলা ভবনের ওই গুদামে তুলা, সুতা, বৈদ্যুতিক তার, প্লাস্টিকের ববিন, কেমিক্যালসহ বিভিন্ন সরঞ্জামাদি রয়েছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) আখতারুজ্জামান লিটন বাংলানিউজকে বলেন, সুতা এবং তুলার আগুন নেভাতে সময় লাগছে। তবে আমরা কাজ করে যাচ্ছি।

এর আগে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট টানা ৭ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনে। তবে বিশাল এলাকাজুড়ে কারখানার বিস্তৃতির কারণে আগুনের মূল কেন্দ্রস্থলে পৌঁছে নেভাতে বেগ পেতে হচ্ছে।

এদিকে আগুনে স্পিনিং ইউনিটের কারখানার মেশিন, সুতা, তুলা এবং প্রয়োজনীয় সরঞ্জমাদি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। পাশাপাশি সিনথেটিক ইউনিটের গুদামের মেশিন ও তুলা পুড়ে গেছে।
 
এতে কয়েকশ’ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন কারখানার কর্মকর্তা-কর্মচারীরা।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা এবং কারখানার কর্মকর্তারা বলছেন, আগুন সম্পূর্ণ নেভানোর আগে ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ বলা সম্ভব নয়।

সকালে আগুন নেভাতে গিয়ে  কাদের সিনথেটিকের প্রধান নিরাপত্তা কর্মকর্তা আব্দুর রাজ্জাক (৪০) ও নিরাপত্তাকর্মী আবুল কাউছার (৩২) আহত হন। তাদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫

** কোনাবাড়ির আগুন নিয়ন্ত্রণে আরো সময় লাগবে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।