ধামরাই (ঢাকা): ধামরাইয়ের বারবাড়িয়া এলাকায় একটি তুলার কারখানায় অগ্নিকাণ্ডে দু’জন আহত হয়েছেন।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে বারবাড়িয়ার সিয়াম কটন মিলস নামে একটি তুলার কারখানার পেছনে আগুনের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১০টার দিকে ওই কারখানার পেছনের দিকে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে দু’জন আহত হন।
খবর পেয়ে ধামরাই ও মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ পরিদর্শক শাহাদাৎ হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।
বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫