ঢাকা: আগামী ১ ফেব্রুয়ারি দুপুর ১২টার মধ্যে কূটনৈতিক এলাকায় সব রাজনৈতিক দলের কার্যালয় বন্ধ করে দেওয়ার জন্য সরকারের প্রতি আল্টিমেটাম দিয়েছেন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের ( বিএনএ) চেয়ারম্যান এস.এম আবুল কালাম আজাদ এমপি।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বিএনএ আয়োজিত ‘১৯৬৯ এর গণঅভ্যুত্থান ও চলমান রাজনৈতিক পরিস্থিতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আল্টিমেটাম দেন।
আবুল কালাম আজাদ বলেন, আমার নির্বাচনী এলাকা ঢাকা-১৭’র মধ্যে গুলশান-বনানী-বারিধারা একটি কূটনৈতিক এলাকা। এ এলাকাগুলোতে সন্ত্রাসীদের নেটওয়ার্ক খুব শক্তিশালী। সুতরাং যেকোনো মুহূর্তে দূতাবাসগুলোতে আক্রমণ হতে পারে। আমার নির্বাচনী এলাকার জনগণের জানমালের ক্ষতি হতে পারে। তাই নিরাপত্তার স্বার্থে বনানী-গুলশান-বারিধারা এলাকায় কোনো রাজনৈতিক দলের কার্যালয় থাকতে পারে না।
এসময় তিনি রাজনৈতিক দলগুলোকে ৩১ জানুয়ারির মধ্যে কূটনৈতিক এলাকা থেকে কার্যালয় সরিয়ে নেওয়ার জন্য তাদের প্রতি আহ্বান জানান।
সরকারের প্রতি আল্টিমেটাম দিয়ে তিনি বলেন, ১ ফেব্রুয়ারি দুপুর ১২টার মধ্যে কূটনৈতিক এলাকায় রাজনৈতিক দলগুলোর কার্যালয় বন্ধ না করলে একইদিন প্রেসক্লাবে শান্তি সমাবেশ করা হবে।
দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা বন্ধে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে বিএনএফ প্রেসিডেন্ট বলেন, ৩১ জানুয়ারির মধ্যে দেশে চলমান অস্থিরতা বন্ধে কার্যকর ভূমিকা পালন করতে ব্যর্থ হলে সরকারের মন্ত্রীদের পদত্যাগের আহ্বানও জানান তিনি।
জাতীয়তাবাদী মহিলা ফ্রন্টের আহ্বায়ক নাসিরা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জানিপপের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাজমুল আহসান কলিম উল্লাহ, বিএনএফের জাতীয় স্থায়ী কমিটির সদস্য মমতাজ জাহান চৌধুরী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫