ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কূটনৈতিকদের দ্বৈতনীতি পরিহারের পরামর্শ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫
কূটনৈতিকদের দ্বৈতনীতি পরিহারের পরামর্শ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজনৈতিক দলগুলোকে সংলাপে বসার আহ্বান জানানো বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকদের সমালোচনা করেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান।

কূটনীতিকদের প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, আপনারা কার সাথে সংলাপে বসার কথা বলছেন।

যারা সন্ত্রাস করে তাদের সঙ্গে সংলাপে বসতে কেন আপনারা সরকারকে উপদেশ দিচ্ছেন।

এ সময় তিনি কূটনৈতিকদের দ্বৈতনীতি অনুসরণ করা থেকে বিরত থাকার পরামর্শ দেন।   

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে জাতীয় জাদুঘরের মিলনায়তনে ড. মশিউর রহমানের ‘Constitutional Democracy- not Death Squads again’ বইয়ের প্রকাশনা উৎসবে তিনি এসব কথা বলেন।

বইটি প্রকাশ করেছে মাওলা ব্রাদার্স।

মিজানুর রহমান বলেন, বাংলাদেশে কী ধরনের গণতন্ত্র চলছে, তা নিয়ে প্রশ্ন আছে। প্রতিটি সরকারকে অবশ্যই তিনটি বিষয় নিশ্চিত করতে হবে। সমতা, সামাজিক ন্যায়বিচার ও মানবিক মর্যাদা।

তত্ত্বাবধায়ক সরকারকে অসাংবিধানিক উল্লেখ করে তিনি বলেন, অনির্বাচিত সরকার ইস্যুতে নিরীহ মানুষ দুর্ভোগ পোহাচ্ছে, অগ্নিদগ্ধ হচ্ছে, পুড়ে মারা যাচ্ছে। যেহেতু আদালত ওই সরকার ব্যবস্থাকে অবৈধ ঘোষণা করেছে, তাই ওই পদ্ধতিতে ফিরে যাওয়া সব সুযোগ বন্ধ হয়ে গেছে।   

সরকারের উদ্দেশে তিনি বলেন, মানুষের নিরাপত্তা দিন। এটা আপনাদের প্রধান দায়িত্ব। কতিপয় মন্ত্রী মহোদয়, ৭ দিনে, ১০দিনে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে বক্তব্য দিচ্ছেন। এ ধরনের মিথ্যা আশ্বাসে আমাদের নিরাপত্তা নিশ্চিত হবে না। জনগণের নিরাপত্তা সরকারকে দিতে হবে।

তথাকথিত সুশীল সমাজ দুই পক্ষকে সমানভাবে মাপার চেষ্টা করছেন বলেও তিনি মন্তব্য করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর হারুন উর রশিদ, জাতীয় জাদুঘরের মহাপরিচালক অধ্যাপক ফয়জুল লতিফ চৌধুরী, বিটিভি’র মহাপরিচালক আসাদ মান্নান, ড. রওনক জাহান, সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের চেয়ারম্যান এবিএম খায়রুল হক, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এম আমিরুল ইসলাম, ড. মিজানুর রহমান শেলী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫

** অনির্বাচিত সরকারের দেশ শাসন করার সুযোগ নেই
নির্বাচিত সরকারের দেশ শাসন করার সুযোগ নেই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।