ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে অজ্ঞাত-পরিচয় গলিত একটি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার বৈশাখিয়া গ্রাম থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) মাকসুদুর রহমান বাংলানিউজকে জানান, দুপুরে বৈশাখিয়া গ্রামের একটি জঙ্গলে গলিত মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।
বেশ কিছু দিন আগে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। মৃতদেহটির সঙ্গে জড়ানো একটি ওড়না উদ্ধার হওয়ায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মৃতদেহটি কোনো নারীর হবে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫