ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে সাজাপ্রাপ্ত আসামির মুত্যৃ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
টাঙ্গাইলে সাজাপ্রাপ্ত আসামির মুত্যৃ

টাঙ্গাইল: টাঙ্গাইল জেলা কারাগারে আরশেদ আলী (৪০) নামে এক বছরের সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১০টায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

আরশেদ মির্জাপুর উপজেলার পাকুল্যা গ্রামের আজিম উদ্দিনের ছেলে।

টাঙ্গাইল কারাগারের জেল সুপার ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, সকালে মাদকাসক্ত আরশেদ হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। দ্রুত টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে দায়িত্বরত

 চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

২৪ জানুয়ারি (শনিবার) তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য আইনে এক বছরের বিনাশ্রম সাজা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।