হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলার অলিপুর এলাকায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে অনু মিয়া (৬০) নামে এক যাত্রী নিহত ও তিন যাত্রী আহত হয়েছেন।
রোববার (০১ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অনু মিয়া হবিগঞ্জ সদর উপজেলার পুরাসুন্দা এলাকার বাসিন্দা। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্র জানায়, দুপুরে মাধবপুরগামী একটি অটোরিকশার সঙ্গে সিলেটগামী একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী অনু মিয়া নিহত ও অপর তিন যাত্রী আহত হন।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় কাভার্ড ভ্যানটি আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫