ঢাকা: খালেদা জিয়া একজন মা, আর মা হয়ে দেশের লাখ লাখ সন্তানকে বিপদের মুখে ঠেলে দিচ্ছেন। তাদের এসএসসি পরীক্ষার বিঘ্ন ঘটাচ্ছে।
রোববার (০১ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
এসএসসি পরীক্ষার সময় হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবিতে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ।
কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন স্নেহময়ী মা আর খালেদা জিয়া হচ্ছেন ‘ডাইনি’ মা। প্রধানমন্ত্রী সন্তানের মঙ্গল চান আর খালেদা জিয়া চান অমঙ্গল! তাই তো এসএসসি পরীক্ষার আগে হরতাল- অবরোধের ডাক দিয়েছেন।
এ ধরনের কর্মকাণ্ডের জন্য খালেদা জিয়াকে আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মায়া।
আয়োজক সংগঠনের সভাপতি ফাতেমা জলিল সাথী বলেন, খালেদা জিয়ার ডাকা হরতাল-অবরোধে দেশের লাখ লাখ পরীক্ষার্থী মনে প্রশ্ন জেগেছে? তিনি আসলে কেমন মা? একজন মা হয়ে দেশের লাখ লাখ সন্তানকে কীভাবে বিপদের মুখে ঠেলে দিচ্ছেন!
মানববন্ধনে অন্যদের মধ্যে আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরীসহ ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতারা বক্তব্য দেন।
বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫