মাগুরা: মাগুরায় আউটসোর্সিং বিষয়ক মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
রোববার দুপুরে জেলা পরিষদ অডিটরিয়ামে মাগুরা জেলা পরিষদের সহযোগিতায় সমাজ কল্যাণ সংসদ নামে একটি প্রতিষ্ঠান এ কর্মশালার উদ্বোধন করে।
ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ড. মোরাদ হোসেন মোল্লা, সাংবাদিক অ্যাডভোকেট শরীফ আমিরুল হাসান, শামীম খান, রিয়াজুল আলম খান ও আশরাফুজ্জামান হিসাম।
প্রশিক্ষণে ৫০ জন তরূণ-তরুণী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে এসব কর্মীর আউটসোর্সিংয়ের জন্য প্রয়োজনীয় সব সহায়ক উপকরণ প্রদান করা হবে বলে কর্মশালায় জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫