ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নড়াইলে গণঅবস্থান কর্মসূচি পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
নড়াইলে গণঅবস্থান কর্মসূচি পালিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নড়াইল: রাজনীতির নামে সন্ত্রাস, অবৈধ হরতাল ও মানুষ পুড়িয়ে হত্যার প্রতিবাদে নড়াইলে গণঅবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

সচেতন নড়াইলবাসীর আয়োজনে রোববার দুপুর ১২টায় আদালত সড়কে এ কর্মসূচি পালিত হয়।



কাজী হাফিজুর রহমানের সভাপতিত্বে সেখানে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট সাঈফ হাফিজুর রহমান খোকন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট ফজলুর রহমান জিন্নাহ, জেলা জাসদের সভাপতি অ্যাডভোকেট হেমায়েত উল্লাহ হিরু, জেলা ওয়াকার্স পাটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নজরম্নল ইসলাম প্রমুখ।

এসময় বক্তরা দেশে জামায়াত-শিবিরের রাজনীতি বন্ধ, যুদ্ধাপরাধীদের বিচারের রায় দ্রুত কার্যকর করা, বাকি যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এছাড়াও প্রতিটি গ্রাম-মহল্লা থেকে বোমাবাজদের ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করার আহ্বান জানান সবার প্রতি।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।