কিশোরগঞ্জ: সহিংস রাজনীতি পরিহার করে শান্তিপূর্ণভাবে ব্যবসার সুযোগের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা।
সোমবার (০২ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত গৌরাঙ্গ বাজার মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
কিশোরগঞ্জ শহরের বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের অংশগ্রহণে এতে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ দোকান মালিক সমিতির সভাপতি তাজুল ইসলামসহ অন্যান্য ব্যবসায়ীরা।
বক্তারা বলেন, অবরোধ ও হরতালের কারণে সারাদেশে ২৫ লাখ দোকান মালিক শ্রমিক ক্ষতির শিকার হচ্ছেন। এ অবস্থা চলতে থাকলে বড় ধরণের বিপর্যয়ের আশঙ্কা করছেন তারা।
বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫