ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কৃষি বিষয়ক রিপোর্টিং

সম্মাননা পেলেন বাংলানিউজের শাহেদ ইরশাদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৫
সম্মাননা পেলেন বাংলানিউজের শাহেদ ইরশাদ ছবি: রাশেদ / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: কৃষি বিষয়ক বিশেষ প্রতিবেদনের জন্য সম্মাননা ক্রেস্ট পেয়েছেন বাংলানিউজটোয়েন্টিফোর.কমের স্টাফ করেসপন্ডেন্ট শাহেদ আলী ইরশাদ।

‘কেঁচো কম্পোস্ট ব্যবহারে কমবে কীটনাশকের চাহিদা’ শীর্ষক প্রতিবেদনের জন্য এ সম্মাননা দিয়েছে কৃষি উন্নয়ন সংস্থা নতুন ধারা ফাউন্ডেশন।



মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের সেমিনার হলে আয়োজিত অনুষ্ঠানে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
 
অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, মাইটিভির হেড অব নিউজ মাহমুদ আল ফয়সাল, নতুন ধারা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শামীম আহমেদ উপস্থিত ছিলেন।
 
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, কৃষি বিষয়ক প্রতিবেদন করতে সকলের দৃষ্টি বাড়ানো উচিত। কৃষির উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে।
 
বর্তমান সরকার ‘সাংবাদিক সহায়তা ভাতা অনুদান নীতিমালা’২০১২’ প্রণয়ন করেছে। পাস করা হয়েছে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট।
 
সাংবাদিকদের সার্বিক সহযোগিতায় বর্তমান সরকার বদ্ধপরিকর।
 
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, গণমাধ্যমের কারণেই দেশের সব খবর সব মানুষ জানতে পারছে। ঘরে বসে টেলিভিশনে দেখা ও রেডিওতে শোনা যাচ্ছে।
 
নতুন ধারা ফাউন্ডেশন কৃষিভিত্তিক স্বনির্ভর বাংলাদেশ গড়তে প্রতি বছর কৃষি বিষয়ক বিশেষ প্রতিবেদন তৈরি করতে সাংবাদিকদের উৎসাহ যোগাতে এ সম্মাননা প্রদান করে থাকে।

নতুন ধারা ফাউন্ডেশন কৃষি বিষয়ক সম্মাননার মাধ্যমে সাংবাদিকদের কাজের স্বীকৃতি দিয়েছে। পেশায় আরেকটি মাত্রা যোগ করেছে বলে উল্লেখ করেন অনুষ্ঠানের বক্তারা।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।