পটুয়াখালী: হরতাল-অবরোধে সহিংসতার প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন ও সমাবেশ করেছে মুক্তিযোদ্ধা জেলা ইউনিট কমান্ড ও পেশাজীবী সংগঠন।
মঙ্গলবার দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে মুক্তিযোদ্ধা জেলা ইউনিট কমান্ডার এম এ হালিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা খান মোশারফ হোসেন, যুগ্ম সম্পাদক কাজী আলমগীর, সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র ডা. মো. শফিকরি ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী কাজী কানিজ সুলতানা হেলেন, মুক্তিযোদ্ধা শাহজাহান খান, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অতুল চন্দ্র পাল, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, মুক্তিযোদ্ধা ডা. এম এ হালিম প্রমুখ।
বক্তারা হরতাল অবরোধের নামে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদ ও পরীক্ষার্থীদের সুবিধার্থে হরতাল-অবরোধ প্রত্যাহারের জন্য খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫