জাতীয় সংসদ ভবন থেকে: হাস্যোজ্জ্বলমুখে সংসদে প্রতিশ্রুতির ফুলঝুড়ি ঝরালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সংসদ সদস্যরা প্রতিমন্ত্রীর কাছে জানতে চান তাদের নিজ নিজ নির্বাচনী এলাকার বিদ্যুৎ চাহিদা কত দিনে মেটানো হবে।
প্রতিমন্ত্রীর স্বভাবসুলভ উত্তর, আগামী ৩ বছরের মধ্যেই সব এলাকা ৭০ শতাংশ বিদ্যুতায়ন হবে। এভাবে অন্তত ১৫ জন এমপিকে একইভাবে ‘৩ বছরের’ আশ্বাস দেন প্রতিমন্ত্রী।
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনের ১২তম কার্যদিবসে প্রশ্নোত্তকালে সংসদ সদস্যদের এসব আশ্বাস দেন নসরুল হামিদ।
এদিন অধিবেশনের শুরুতেই তারকা চিহ্নিত প্রশ্ন ৭৯৩ উত্থাপন করেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। তিনি প্রতিমন্ত্রীর কাছে জানতে চান যশোর জেলার বিদ্যুৎহীন গ্রামে বিদ্যুৎ দেওয়া হবে কি না।
এর উত্তরে প্রতিমন্ত্রী বলেন, আগামী ৩ বছরের মধ্যে আপনার এলাকায় ৭০ শতাংশ মানুষ বিদ্যুৎ এর আওতায় আসবে।
এরপর প্রশ্ন করেন জাতীয় পার্টির সংসদ সদস্য শওকত চৌধুরী, সরকার দলীয় সংসদ সদস্য বেগম নুরজাহান, একেএম শামীম ওসমান, কাজী কেরামত আলী, আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, নুরুল ইসলাম সুজন, সুকুমর রঞ্জন ঘোষসহ বেশ কয়েকজন এমপি। এদের সঙ্গে যোগদেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া।
ডেপুটি স্পিকার বলেন, সকল সংসদ সদস্যের মতো আমারও বিদ্যুৎ এর চাহিদা রয়েছে। কিন্তু আমি তো কিছু চাইতে পারি না।
এদের সবার উত্তরেই প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, আগামী ৩ বছরের মধ্যে সমস্যার সমাধান হবে।
তিনি বলেন, সকল এমপিদের চাহিদাপত্র বা ডিমান্ড লেটার (ডিও) আমার কাছে আছে। এ পর্যন্ত ১৪ হাজার ডিও লেটার পেয়েছি। সরকারের বৃহৎ পরিকল্পনা রয়েছে। এসব এলাকায় বিদ্যুৎ সংযোগ দিতে প্রায় ১৪০০ কোটি টাকা ব্যয় হবে। তবে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ গড়তে সবার আগে সব এলাকায় বিদ্যুৎ পৌঁছানো হবে। এজন্য আগামী ৩ বছরের মধ্যে সব সংসদ সদস্যের এলাকায় ৭০ শতাংশ বিদ্যুতায়ন হবে। এছাড়া ২০২১ সালের মধ্যে ৮০ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধা পাবে।
বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫
** মার্চ থেকে শিল্পকারখানায় গ্যাস সংযোগ
** প্রতিমাসে ৩ হাজার বিতরণ ট্রান্সফরমার পুড়ে যাচ্ছে