ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় অপহরণকারী সন্দেহে আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৫
বগুড়ায় অপহরণকারী সন্দেহে আটক ৩ ছবি: প্রতীকী

বগুড়া: বগুড়ায় মেয়েদের দিয়ে প্রেমের ফাঁদে ফেলে অপহরণকারী চক্রের সদস্য সন্দেহে তিনজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩২ হাজার টাকা জব্দ করা হয়।



মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) বিকেলে বগুড়া জেলা পুলিশের মিডিয়া সেলের কর্মকর্তা ও সহকারী পুলিশ সুপার (সদর) গাজিউর রহমান বাংলানিউজকে বিষয়টি জানান।

আটক তিন অপহরণকারী হলেন- বগুড়া শহরের কালিতলার চন্ডিদাস পোদ্দারের ছেলে রঞ্জিত পোদ্দার (৩০), সূত্রাপুর এলাকার মাবুদ সওদাগরের ছেলে মওদুদ ওরফে সন্তু সওদাগর (৩০) এবং গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার চাদপাড়ার শাহাদতের ছেলে হাসানুজ্জামান (২৬)।

গাজিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিনগত গভীর রাতে শহরের খোকন পার্ক এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে মুক্তিপণের নগদ ৩২ হাজার টাকা জব্দ করেছে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সুন্দরী মেয়েদের ব্যবহার করে বিত্তবান ছেলেদের প্রেমের ফাঁদে ফেলে অপহরণ করে আসছে চক্রটি। এরপর মোটা অংকের অর্থ আদায় করে অপহৃতদের ছেড়ে দেওয়া হয়।

আটক অপহরণ চক্রের সদস্যরা সর্বশেষ সোমবার বিকেলে ইউছুফ নামে এক সরকারি কর্মকর্তাকে ফাঁদে ফেলে অপহরণ করে। এরপর বগুড়া শহরের মফিজ পাগলার মোড়ে একটি বাড়িতে আটকে রেখে তার কাছ থেকে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা।

পরে অপহৃত ব্যক্তির স্বজনরা থানায় অভিযোগ করেন। অভিযোগের পরিপেক্ষিতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। কৌশলে মুক্তিপণ নেওয়ার সময় তাদের আটক করে পুলিশ।

এ ঘটনায় ইউছুফ বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেছেন বলে জানায় পুলিশ।
 
বাংলাদেশ সময়: ১৮২৫  ঘণ্টা,  ফেব্রুয়ারি ০৩, ২০১৫      

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।