গাইবান্ধা: দেশজুড়ে অবরোধ-হারতালের নামে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা বন্ধের দাবিতে গাইবান্ধায় বিক্ষেভ মিছিল ও সমাবেশ করেছেন জেলা জজ কোর্ট আইনজীবী ও সরকারি আইন কর্মকর্তারা।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে জজ কোর্ট চত্বরে এসব কর্মসূচি পালিত হয়।
এসময় বক্তব্য রাখেন-জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শামস-উল আলম হিরু, জেলা বারের সভাপতি ফারুক আহমেদ প্রিন্স, সাধারণ সম্পাদক আহসানুল করিম লাছু, পিপি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, বিশেষ পিপি মহিবুল হক সরকার মোহন, জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল জলিল আকন্দ, শামছুল আলম প্রধান, সমীরণ কুমার, ওবায়দুর রহমান, আনিসুর রহমান, জিএসম আলমগীর প্রমুখ।
বক্তারা বলেন, হরতাল-অবরোধের নামে খালেদা জিয়ার নিদের্শে গাড়িতে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করা হচ্ছে। জনগণের জানমালের ক্ষতিসাধন করছেন তিনি।
বক্তারা তাকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।
এসময় বিএনপি-জামায়াতকে নিষিদ্ধ করারও দাবি জানান তারা।
বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫