সারিয়াকান্দি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দিতে পাঁচ গ্রাম হেরোইনসহ শাহাদত হোসেন কাইলা (৩৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
রোববার (২৫ জানুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে সারিয়াকান্দি বাজারের পাশে মাদক বিক্রিকালে তাকে আটক করা হয়।
কাইলা সারিয়াকান্দি পৌর এলাকার আন্দরবাড়ী গ্রামের মৃত তহসিন আকন্দের ছেলে।
সারিয়াকান্দি থানার উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।
বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫