আশুলিয়া(ঢাকা): সাভারের আশুলিয়ার ফকিরবাড়ি এলাকায় একটি বাসা থেকে মরিয়ম বেগম (২০) নামের এক গৃহবধূর মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে লাশের মাথা নিয়ে তার পাষণ্ড স্বামী পালিয়েছে বলে ধারণা করছে পুলিশ।
আজ রোববার (২৫ জানুয়ারি) সকালে আশুলিয়ার ইউনিক বাসষ্ট্যাণ্ডের ফকিরবাড়ির ওসমান নামের এক ব্যবসায়ীর ভাড়া বাড়ি থেকে ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।
পুলিশ জানায়, গত কয়েক দিন আগে স্বামী-স্ত্রী পরিচয়ে ইউনিক বাসষ্ট্যাণ্ডের ফকিরবাড়ি এলাকার ওসমান মিয়ার বাড়িতে একটি রুম ভাড়া নিয়ে বসবাস শুরু করেন এ দম্পতি।
রোববার সকালে তাদের রুমের মধ্যে মস্তকবিহীন গৃহবধূ মরিয়মের লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে থানায় খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
তবে তার স্বামীর নাম ও গ্রামের বাড়ির ঠিকানা দিতে পারেনি পুলিশ।
গৃহবধুকে গলা কেটে হত্যার পর তার স্বামী লাশের মাথা নিয়ে পালিয়ে গেছেন বলে ধারণা করছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল।
তিনি বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে ঘাতক স্বামীকে খুঁজে বের করার চেষ্টা চলছে বলেও জানান ওসি মোস্তফা কামাল।
এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫