নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার দেওটি ইউনিয়নের পালপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নুপুর (২৫) নামে এক তরুণী নিহত হয়েছেন।
রোববার (২৫ জানুয়ারি) ভোরে তার মৃত্যু হয়।
নিহত নুপুর ওই এলাকার আবদুল বারেকের মেয়ে।
স্থানীয়রা বাংলানিউজকে জানায়, জমি নিয়ে দীর্ঘদিন ধরে নুপুরের বাবা আবদুল বারেকের সঙ্গে তার চাচা সোবহান মিয়ার বিরোধ চলে আসছে। এ নিয়ে কিছুদিন আগে সোবহান ও তার পরিবারের লোকজনের নামে নুপুর বাদী হয়ে মামলা করেছেন।
শনিবার দুপুরে সোবহান মিয়া ও তার ছেলে তারেক বিরোধপূর্ণ জমিতে ধানের চারা লাগাতে আসেন। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে সোবহান ও তারেক লাঠি দিয়ে নুপুরের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
এ অবস্থায় তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় ভোরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
দুপুরে তিনি আরো জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫