বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে এক সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
রোববার (২৫ জানুয়ারি) সকাল ৬টার দিকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, বেনাপোলের দৌলতপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মাদক ব্যবসায়ী রহমত (২৮), ভবারবেড় গ্রামের মিঠুর ছেলে মিদুল (১৮) ও নারাণপুর গ্রামের সুলতান কামালের ছেলে সাজাপ্রাপ্ত আসামি আব্দুর রহিম (৫০)।
বেনাপোল পোর্ট থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য জানান।
আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হবে বলেও তিনি জানান।
বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫