লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় প্রায় ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে সাহেবেরহাট ইউনিয়নের কটরিয়া মাছ ঘাট এলাকায় জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
এর আগে শনিবার রাতে মেঘনা নদীর বিভিন্ন স্থানে কোস্টগার্ড ও কমলনগর উপজেলা মৎস্য অফিস যৌথ অভিযান চালিয়ে এই কারেন্ট জাল জব্দ করে।
কমলনগর কোস্টগার্ড কন্টিজেন্ট কামান্ডার সিরাজুল ইসলাম ও উপজেলা মৎস্য কর্মকর্তা ইব্রাহিম হামিদ শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ধ্বংসকৃত জালের আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা।
বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫