সিলেট: সিলেটের কোম্পনীগঞ্জ সীমান্তে ২ লাখেরও বেশি টাকার মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২৫ জানুয়ারি) ভোররাতে উপজেলার কালাইরাগ ভরমসিদ্দিপুর সীমান্ত এলাকা থেকে মদের চালান উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, কালাইরাগ সীমান্ত ফাঁড়ির টহলদল হাবিলদার হুমায়ন কবিরের নেতৃত্বে অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ২ শ’ ১২ বোতল মদ উদ্ধার করে। এরমধ্যে, অফিসার চয়েজ ১ শ’ ৪৫ বোতল, সুপার স্ট্রং বিয়ার ৪৫ বোতল, হাইওয়ার্ড বিয়ার ক্যান ২২টি।
কোম্পানীগঞ্জের কালাইরাগ সীমান্ত ফাঁড়ি বিজিবির হাবিলদার হুমায়ন কবীর বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়ানি বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫