গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাঞ্চিবাড়ী ইউনিয়নের নওরাজের বিল থেকে সাইফুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৫ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে মৃতদেহ উদ্ধার করা হয়।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বাংলানিউজকে জানান, সকালে স্থানীয়রা কাঞ্চিবাড়ী ইউনিয়নের নওরাজের বিলে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরও জানান, মৃতদেহের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫