রাজবাড়ী: রাজবাড়ীতে ১২ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কৃষক সমিতি রাজবাড়ী জেলা শাখা।
রোববার বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাবের সামনে প্রধান সড়কে কৃষক সমিতির নেতাকর্মীরা ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন।
এ সময় সংগঠনের জেলা সভাপতি মুজিব আলম বকুল, সহ-সভাপতি আব্দুস সালাম মিয়া, কারী সাহাবুদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মিয়া ও জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আবুল কালাম বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, কৃষকরা ফসল উৎপাদন করে কোনো ফসলেরই দাম পাচ্ছেন না। ধান, আলু,গম, সবজিসহ ফসলের লাভজনক মূল্য প্রদানে সরকারের প্রতি আহ্বান জানান তারা।
বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫