ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে কৃষক সমিতির অবস্থান কর্মসূচি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
রাজবাড়ীতে কৃষক সমিতির অবস্থান কর্মসূচি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজবাড়ী: রাজবাড়ীতে ১২ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কৃষক সমিতি রাজবাড়ী জেলা শাখা।

রোববার বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাবের সামনে প্রধান সড়কে কৃষক সমিতির নেতাকর্মীরা ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন।



এ সময় সংগঠনের জেলা সভাপতি মুজিব আলম বকুল, সহ-সভাপতি আব্দুস সালাম মিয়া, কারী সাহাবুদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মিয়া ও জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আবুল কালাম বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, কৃষকরা ফসল উৎপাদন করে কোনো ফসলেরই দাম পাচ্ছেন না। ধান, আলু,গম, সবজিসহ ফসলের লাভজনক মূল্য প্রদানে সরকারের প্রতি আহ্বান জানান তারা।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।