সাতক্ষীরা: মোটরসাইকেলে সঙ্গী বহনের নিষেধাজ্ঞা সংক্রান্ত সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন হয়েছে।
রোববার বেলা ১১টায় সাতক্ষীরা জেলা মোটরসাইকেল চালক অ্যাসোসিয়েশনের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
শহরের পৌর দীঘির পাড় থেকে মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহকারী শ্রমিকরা হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধনে মিলিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা মোটরসাইকেল চালক অ্যাসোসিয়েশনের সভাপতি এবাদুল ইসলাম, সংগঠনের প্রধান উপদেষ্টা শেখ হারুন-উর-রশিদ, সাবেক সভাপতি তারিকুল ইসলাম, আহছানুল্লাহ মুকুল, নেছার আলী রাজু প্রমুখ।
বক্তারা বলেন, সাতক্ষীরার প্রায় ২৫ হাজার মানুষ ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করেন। সরকারি নিষেধাজ্ঞার ফলে এসব শ্রমিকরা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।
বক্তারা মোটরসাইকেলে সঙ্গী বহনের সরকারি নিষেধাজ্ঞা ও হরতাল অবরোধ প্রত্যাহারের দাবি জানান।
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫